অ্যাপল ওয়াচের মত স্মার্টওয়াচ আনলো শাওমি

ই-বার্তা ।।  ঠিক অ্যাপল ওয়াচের মত দেখতে স্মার্টওয়াচ আনলো শাওমি। এটি শাওমির মালিনাধানী প্রতিষ্ঠান হুয়ামির পণ্য। মডেল অ্যামাজফিট বিপ। দাম মাত্র ৯৯ ডলার।

খ্যাতনামা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো তাদের প্রতিবেদনে দাবি করছে শাওমি নতুন যে স্মার্টওয়াচ এনেছে সেটি অ্যাপল ওয়াচের কপি।

শাওমি দাবি করছে, তাদের এই ওয়াচে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ওয়াচ এক চার্জে ৪৫ দিন পর্যন্ত চলবে। ডিভাইসটিতে রযেছে জিপিএস এবং অপটিক্যাল হার্ট রেট সেন্সর।

অ্যামাজফিট বিটে আছে ১.২৮ ইঞ্চির ট্রান্সফ্লেক্টিভ অলওয়েজ অন কালার ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৭৬x১৭৬ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য ২.৫ ডি কনিং গরিলা গ্লাস থ্রি প্রটেকশন ব্যবহার করা হয়েছে।

ওয়াচটি পানি ও ধুলোরোধী। কেননা, এটি আইপি৬৮ সনদপ্রাপ্ত।

বিশেষ ফিচার হিসেবে স্মার্টওয়াচটিতে রয়েছে, জিওম্যাগনেটিক সেন্সর, ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর, জিপিএস এবং গ্লোনাস। এটি যেকোনো আইওএস কিংবা অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযু্ক্ত করা যাবে।