আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। তিনি গুরুতর অসুস্থ।  আইসিইউতে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমজাদ হোসেনের অসুস্থতার কথা জানান সাথে সাথে এই পরিচালকের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি বাবার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। যদি বিদেশে নিয়ে যাওয়া লাগে সেটাও তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।বাবার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

 

গত রোববার আমজাদ হোসেন রাজধানীর আদাবরের নিজ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে  ইমপালস হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সেখানেই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদ হোসেনের অবস্থা খুবই গুরুতর। তিনি যে ধরনের স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কম। তার পরও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক