আমি একজন আইনজীবীও হতে পারতামঃ পুতিন

ই-বার্তা।।  বিশ্বের অন্যতম ক্ষমতাবান প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয় ভ্লাদিমির পুতিনকে। রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেয়ার আগে তিনি ছিলেন গোয়েন্দা। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী কেজিবির হয়েও দায়িত্ব পালন করেছেন তিনি।

পুতিন এবার বললেন, তিনি একজন মামুলি আইনজীবী হয়েও জীবন পার করে দিতে পারতেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি নব্বইয়ের দশকে তিনি রাজনীতিতে ডুব না দিতেন, তবে পেশা হিসেবে কি বেছে নিতেন?

জবাবে তিনি বলেন, আমি একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। কেজিবি অফিসার হিসেবে পূর্ব জার্মানিতে দায়িত্ব পালনের সময় নিজের দক্ষতা ভালোভাবেই শানিয়ে নিয়েছেন।

কিন্তু আমার শিক্ষাজীবন বলে দেয়, আমি ভিন্ন আরেকটি পেশাও বেছে নিতে পারতাম।

তিনি বলেন, আমি সোভিয়েত গোয়েন্দা হয়ে কাজ করেছি। আমার ইতিমধ্যে একটা পেশা রয়েছে। কিন্তু আমি সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক করেছি। কাজেই আমি নীতিগতভাবে একজন আইনজীবী কিংবা অ্যাটর্নি হিসেবে জীবনটা পার করে দিতে পারতাম।