আরও এক ধাপ এগিয়ে হোয়াটসঅ্যাপ!

ই-বার্তা ডেস্ক ।।  হোয়াটসঅ্যাপে নিমেষের মধ্যেই এক ফোন থেকে অন্য ফোনে চলে যায় মেসেজ। প্রত্যেকদিন কোটি কোটি মেসেজ এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এসএমএস-কে প্রায় বিলুপ্ত করে হাজির হওয়া এই অ্যাপটি এবার নতুন কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে এল।

 

আগে হোয়াটসঅ্যাপে ইউটিউবের লিঙ্ক পাঠালে সেই ভিডিও দেখার জন্য আর ইউটিউবে যেতে হতো। কিন্তু এখন সরাসরি হোয়াটসঅ্যাপেই সেই ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। একটি ফ্লোটিং উইন্ডোতে দেখা যাবে সেই ভিডিও। এমনকি চ্যাট করতে করতেই ভিডিওতে চোখ রাখা যাবে।

 

কোনও ছবি কিংবা ভিডিও পাঠানোর আগে স্টিকার যুক্ত করা যাবে সেই ছবি কিংবা ভিডিওতে। শুধু তাই নয়, ছবি কিংবা ভিডিও কোথা থেকে পাঠানো হচ্ছে তার অবস্থান এবং সময়ও যুক্ত করে দেওয়াও যাবে। তার জন্য চ্যাটে গিয়ে + icon অপশনে ট্যাপ করে ছবি বা ভিডিও সিলেক্ট করতে হবে।

 

কাউকে ভুলবশত কোনও মেসেজ পাঠিয়ে ফেলেছেন। এখন আর ভয় নেই। মেসেজটা সিন করার আগেই ডিলিট করে ফেলুন। তবে সাত মিনিটের মধ্যেই সেই কাজ করতে হবে।

 

 

সূত্র/ এপি