ইয়েমেনে শিশুদের বাসে সৌদিআরবের বিমান হামলাঃ নিহত ৪৩

ই-বার্তা।। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে শিশুদের বহনকারী একটি বাসে সৌদি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ৪৩ জন এবং ৬১ জনেরও বেশি লোক আহত হয়েছে।

 

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার (৯ আগস্ট) শিশুদের বহনকারী বাসটি সা’দা শহরের জায়িন এলাকায় বোমা হামলার কবলে পড়ে।এদিকে বার্তা সংস্থা রয়টার্স সা’দার স্বাস্থ্য বিভাগের প্রধান আবদুল গণি নায়েবের বরাত দিয়ে জানায়, মৃতের সংখ্যা বেড়ে ৪৩ ও ৬১ জনের বেশি  লোক আহত হয়েছে।

 

ইয়েমেনে রেডক্রস কমিটির প্রধান জোহানস ব্রোয়ের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নিহতদের বেশির ভাগ শিশু। যাদের বয়স ১০ বছরের নিচে। অন্যদিকে, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশের জাবিদ এলাকায় বোমাবর্ষণ করলে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক অভিযান চালিয়ে আসছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট