কান উৎসবে নিষেধাজ্ঞা করা হয়েছে সেলফি

ই-বার্তা।।  বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম কান উৎসবের লালগালিচায় সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। ছবির প্রিমিয়ামের আগে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।

 

ইতোমধ্যেই, সারাবিশ্ব থেকে চলচ্চিত্র তারকারা উপস্থিত হয়েছেন  ফ্রান্সের কান শহরে। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছরের কান উৎসবে এসেছে পরিবর্তন।ফ্লিল ফ্রাসোয়া ম্যাগাজিনের উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো বলেছেন, লালগালিচায় দর্শকদের জন্য সেলফি নিষিদ্ধ থাকবে।

 

এর আগে ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই লালগালিচায় সেলফি নিষিদ্ধ করতে চেয়েছিলেন থিয়েরি ফ্রেমো। কিন্তু পরে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।তবে এবার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেছেন, তার চোখে সেলফি তোলা হাস্যকর বিষয়।

 

উৎসবে যেসব ছবির প্রদর্শনী হবে, সেগুলো কলাকুশলীদের মধ্যে যারা লালগালিচায় পা রাখবেন, তাদের উপর এই নিষেধাজ্ঞা থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয়।এবছর লাল গালিচায় ড্রেসকোড নির্ধারণ করা হয়েছে টাক্সেডো ও ইভিনিং গাউন।

 

কান চলচ্চিত্র উৎসবে সাধারণ মানুষ খুব বেশি সেলফি তোলেন না। হলিউড-বলিউড স্টাররাই সেখানে সেলফি নিতে ব্যস্ত থাকেন। অনেক সময়ই তাদের একে অপরের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। এমনকি ভক্তদের সঙ্গেও সেলফি তোলেন তারা।

এরচেয়েও বেশি ব্যস্ত থাকেন তারা ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে। সেই কারণে প্রায়ই ভিড় জমে যায় লাল গালিচায়।