কিংবদন্তিদের পাশে ফ্রেন্স রুপকথার রাজা দিদিয়ের দেশম

স্পোর্টস ডেস্ক।। প্রথমবার খেলোয়াড় হিসেবে  এবার কোচ হিসেবে গড়লেন অসাধারণ এক কীর্তি। দেশকে আবারও বিশ্বকাপ জেতালেন দিদিয়ের দেশম। ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ হয়ে জিতলেন সোনার ট্রফি।

 

রোববার (১৫ জুলাই) রাতে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফ্রান্স। ১৯৯৮ সালে দেশের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশম।অসাধারণ এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন জাগালো, তারপর জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওার , তৃতীয় ব্যক্তি হিসেবে জিতলেন দেশম।

 

ব্রাজিলিয়ান জাগালো ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর ১৯৭০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন সাবেক এই ফরোয়ার্ড। ১৯৭৪ সালে ওই সময়ের পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯০ আসরে কোচ হিসেবে শিরোপাটি জেতেন জার্মানির ফুটবল কিংবদন্তি বেকেনবাওয়ার।

 

 

 

ই- বার্তা/স্পোর্টস ডেস্ক