কেঁপে উঠল সিলেট, আতঙ্কে নগরবাসী

ই-বার্তা ।।  ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট অঞ্চল। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল হাসান।

তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২ মাত্রার।

ভূমিকম্প মৃদু হলেও আতঙ্কে ছিল সিলেটবাসী। কম্পনের সময় নগরবাসী বাসা ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এর আগে গত বছরের ৮ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

যার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এই মাত্রা মৃদু ভূমিকম্পের আওতায় পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৪ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১৮ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৭২ কিলোমিটার পূর্বে আখাউড়ার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে।