ছাত্র আন্দোলন : ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

ই-বার্তা।।  রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।বুধবার দুপুরের দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব–২) সূত্র জানায়, গ্রেফতার হওয়া তিন ব্যক্তি হলেন আক্তারুজ্জামান টনি, আসাদুল্লাহ আল গালিব ও মুনইন সরকার।তবে তাদেরকে কখন গ্রেফতার করা হয়েছে, তা জানায়নি র‍্যাব। তাদের বিস্তারিত পরিচয়ও জানানো হয়নি।

 

২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা এলাকায় একদল শিক্ষার্থীকে চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে দুই শিক্ষার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হন।দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।