জঙ্গি আস্তানা সন্দেহে সোয়াত টিমের অপারেশন ‘গর্ডিয়ান নট’

ই-বার্তা ডেস্ক ।।  জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর শেখেরচরের ভগীরথপুরে কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেনের পাঁচতলা বাড়িতে সোয়াত টিমের অপারেশন ‘গর্ডিয়ান নট’ চলছে।  ঐ বাড়িটিতে একাধিক জঙ্গি অবস্থান করছে বলে জানা যায়।

 

ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে  সোয়াতের টিম এ অভিযান শুরু করে।আইজিপি জাবেদ পাটোয়ারী এরপর দুপুর সাড়ে ১২টার দিকে  ঘটনাস্থলে যান। তখনও গুলি শব্দ শোনা যাচ্ছিল।বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক দফায় দফায় গুলির শব্দ পাওয়া গেছে ।

 

এ বিষয়ে আইজিপি সাংবাদিকদের বলেন, অভিযান শেষে ব্রিফিং করা হবে এখন অভিযান চলছে। শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। । কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আমরা ধারণা করছি ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে। তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বিস্ফোরক রয়েছে বলে  । প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হবে জঙ্গিদের। তারা এতে সাড়া না দিলে চূড়ান্ত অভিযান চালানো হবে।

 

 

 নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান,  এর আগে সকাল পৌনে ৮টার দিকে ওই সাততলা বাড়িতে ঢুকে সেখানে অবস্থানরত ভারাটিয়াদের নামিয়ে নেয়।

 

 

 

ই-বার্তা / ডেস্ক