ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

ই-বার্তা ।। ধান কাটা নিয়ে সংঘর্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার সকালে উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা পলাশ (৩২) ও ইব্রাহিম (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোনাখালী গ্রামের আব্দুর রহিম খানের সঙ্গে প্রতিবেশী শহীদুল খানের জমি নিয়ে বিরোধ ছিল। ওই জমিতে ধান চাষ করেন রহিম খান। শুক্রবার সকাল ৮টার দিকে শহীদুল খান ১২-১৪ শ্রমিক নিয়ে ধান কাটতে যান। এ সময় রহিম খানের স্বজনরা ধান কাটার খবর পেয়ে তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে।
এ সময় শহীদুলের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে রহিম খানের দুই আত্মীয়ের মৃত্যু হয়। আহত হন অন্তত ৭-৮ জন।
আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, ওই গ্রামে জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ ছিল। সকালে এক পক্ষ ধান কাটতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এর জেরেই সংঘর্ষের সূত্রপাত।