নগর উত্তর ছাত্রলীগ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যেদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন

ই-বার্তা ।।  ঢাকা রায়ের বাজার বধ্যভূমিতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ একত্রে রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে রায়ের বাজার বধ্যভূমি প্রাঙ্গণে  একে একে মোমবাতি প্রজ্জ্বলন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় ও বিভিন্ন থানা ছাত্রলীগের নেতারা  । 

 

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এ প্রসঙ্গে বলেন, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

তিনি ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এর অন্তর্গত সকল থানা-কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এর সর্বস্তরের নেতাকর্মীকে যথাসময়ে আলোচনা সভাতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন:
সময়: ০৬.০০
স্থান: মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
সময়: ০৬.৩০
স্থান: ধানমন্ডি ৩২
সময়: ০৭.৩০
স্থান: রায়ের বাজার বধ্যভূমি
আলোচনা সভা:
সময়: দুপুর ০২.০০
স্থান: কৃষিবিদ ইনস্টিটিউট (খামারবাড়ি)

বিনয় এবং শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে।১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

 

 

 

 

ই-বার্তা / জা হা