নিরাপদ সড়কের দাবিতে অস্ট্রেলিয়ায় মানববন্ধন প্রবাসী বাংলাদেশিদের

ই-বার্তা।। অস্ট্রেলিয়ার সিডনির বাংলাপাড়া লাকেম্বার স্টেশন গ্রাউন্ডে সম্প্রতি নিরাপদ সড়ক চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সেফ রোড ইন বাংলাদেশসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন প্রবাসী বাংলাদেশিরা।

 

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানাতে অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন তারা। মানববন্ধনে অস্ট্রেলিয়ায় অবস্থিত বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন। তারা বলেন, ‘আমরা ৪৭ বছরে যা পারিনি তা সাধারণ ছাত্রছাত্রীরা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে।

 

কীভাবে ইমারজেন্সি লেন করা যায়, কীভাবে রিকশার জন্য আলাদা লাইন হতে পারে, কীভাবে আগামীতে সব আইন মেনে সুন্দর বাংলাদেশ গড়তে হবে তা দেখিয়ে দিয়েছে তারা’। মানববন্ধনে অংশগ্রহণ করা প্রবাসীরা ছাত্রছাত্রীদের ৯ দফা দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তারা সব দাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান করেন এবং যারা সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা করেছে, তাদের বিচারের দাবি জানান।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট