প্রথম মুসলিম সুপারহিরো নিয়ে আসছে ‘মার্ভেল’

ই-বার্তা।।  আলস নাম কামালা খান৷ কামালা একজন পাকিস্তানি-আমেরিকান তরুনী। থাকেন নিউ জার্সিতে৷ আর পাঁচজন সাধারণ তরুনীর মতো একদমই নন তিনি৷ আদবে কামালা একজন সুপারহিরো৷ শেপ-শিফ্টিং এবং হিলিং হল তাঁর সুপারপাওয়ার৷ জেন ওয়াইয়ের ইনস্পিরেশন হলেন এই কামালা৷

তবে সুপারহিরোদের দুনিয়ায় কামালা পরিচিত ‘মিস মার্ভেল’ নামে৷ তাঁর ফ্যানেরা এই নামেই তাঁকে চেনেন৷ যেমন বাকি সুপারহিরোদের পরিচয় হয় আর কি৷ ‘ডেডপুল’র আসল নাম যেমন ওয়েড উইলসন, ‘স্পাইডারম্যান’র আসল নাম যেমন পিটার পার্কার৷

‘মার্ভেল’র প্রেসিডেন্ট কেভিন ফেইজ সম্প্রতি রিভিল করলেন তাঁদের নতুন সুপারহিরোর মুভির কথা৷ ‘অ্যাভেঞ্জারস : ইনফিনিটি ওয়ার’, ‘ডেডপুল টু’ র রেশ ধরে রাখার জন্য আরেকটি ফিল্ম ‘ ‘ভেনম’র ট্রেলার লঞ্চ করল ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’৷ ‘ভেনম’ চরিত্রটি ‘স্পাইডারম্যান’ সিরিজের৷ ট্রেলারটি মুক্তি পাওয়ার পরই সারা ফেলে দিয়েছে নেটদুনিয়ায়৷ অন্যদিকে ‘ডেডপুল টু’ মুক্তির পরই রমরমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে৷ এসবের মধ্যে ঘোষণা হল নয়া সুপারহিরো ‘মিস মার্ভেল’৷

এই ছবির ইউনিকনেস হল ‘মিস মার্ভেল’ প্রথম তরুনী মুসলিম সুপারহিরো৷ যাঁর সঙ্গে রিলেট করবে নতুন প্রজন্ম৷ ‘ক্যাপ্টেন মার্ভেল’র চরিত্র থেকেই ইন্সপায়ার্ড এই ‘মিস মার্ভেল’৷ যারা ‘মার্ভেল’ কমিকস পরেছে তারা এই চরিত্রের সঙ্গে বেশ পরিচিত৷

এর বেশি কেভিন আর কোনও তথ্যই দেয়নি এই মুভির ব্যাপারে৷ জানা গিয়েছে, ২০১৯ এ মুক্তি পেতে পারে ছবিটি৷