প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী!

ই-বার্তা।। শুক্রবার বিকাল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ। গণসংবর্ধনা উপলক্ষে এরই মধ্যে উদ্যানে জনতার ঢল নেমেছে। দলে দলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উদ্যানের সংবর্ধনাস্থল ও আশপাশের ফাঁকা এলাকা এখন লোকে লোকারণ্য। ছোট ছোট মিছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে অবস্থান করছে।

 

চেকপোস্ট পেরিয়ে মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা সমাবেশস্থলে প্রবেশ করছেন।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই কোনো বাস ঢুকতে দেওয়া হচ্ছে না। কাঁটাবন দিয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে। সমাবেশে যেসব গাড়ি আসছে, সেগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে মল চত্বরে। বাংলামোটর এলাকায় ডাইভারশন দেওয়ার কথা থাকলেও সকালে রাস্তায় যানজট কম থাকায় সেখানে ডাইভারশন দেয়া হয়নি।দুপুর সাড়ে ১২টার পর থেকেই সংবর্ধনাস্থলের আশপাশের প্রায় সব সড়কে ডাইভারশন দেয়া হয়।

 

বেলা ১টার পর থেকে ভিআইপি রোড, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, মৎস্য ভবন এলাকাসহ আশপাশের এলাকায় যানজট দেখা দেয়। শাহবাগের ট্রাফিক সার্জেন্ট মো. সারোয়ার দুপুর সোয়া ১২টার দিকে বলেন, এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট হয়নি। তবে দুপুরের পর কিছু সড়ক বন্ধ হলে যানজট দেখা দিতে পারে।উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট