প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকেশ্বরী মন্দিরে জমি জটিলতার সমাধান

প্রধানমন্ত্রীর পূজোর উপহার

ই-বার্তা ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬৫ বছরের পুরানো ঢাকেশ্বরী মন্দিরে দেড় বিঘা জমির জটিলতা সমাধান করে দিয়েছেন।প্রধানমন্ত্রী পূজোর উপহার হিসেবে ঢাকেশ্বরী মন্দিরের কাছে দেড় বিঘা জমির মালিকানা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের জমি সংক্রান্ত জটিলতা নিরসনে কথা বলেন পূজামণ্ডপ পরিদর্শনে করতে গিয়ে।ঢাকেশ্বরী মন্দির কমিটির সভাপতি নির্মল চ্যাটার্জী এ বিষয়ে বলেন, আমরা বলেছিলাম এটা দেবত্তর সম্পত্তি, অন্যরা বলেছিল এটা তাদের নিজেদের। ৬০ বছরের একটা ঝামেলার অবসান হলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে।পূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান করে, এই সম্পত্তি আমাদের উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, জমি সংক্রান্ত যে ঝামেলা ছিল সেটার অবসান হলো। আমি সনাতন সম্প্রদায়কে এটা উপহার দিয়ে গেলাম।