ফেসবুকে যেভাবে দেখবেন মেসি-গ্রিজম্যান-বেলদের লড়াই

ই-বার্তা।। লা লিগা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ। বিশ্ব ফুটবলের রথী-মহারথীরা খেলেন এ লিগে। স্বভাবতই তাদের খেলা দেখতে মুখিয়ে থাকেন উপমহাদেশের ফুটবলপ্রেমীরা। তবে তাদের জন্য খারাপ খবর! এবার ফেসবুক ছাড়া স্প্যানিশ লিগের খেলা দেখতে পারবেন না।

 

ইতিমধ্যে মাঠে গড়িয়েছে লা লিগা। আজ থেকে শুরু হচ্ছে বড় দলগুলোর লড়াই। তাই যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, অথচ ফুটবল ভালোবাসেন তারা অতিসত্বর তা খুলে ফেলুন। মেসি-গ্রিজম্যান-বেলদের লড়াই দেখতে লগইন করুন লা লিগার অফিশিয়াল পেজে (https://www.facebook.com/LaLiga/)।

 

এখানে গিয়ে যে কেউ তাদের ফুটবল কারিশমা উপভোগ করতে পারবেন। এছাড়া লিগের ২০টি ক্লাবের অফিশিয়াল পেজে ঢুঁ মেরেও পৃথক দলের খেলা দেখা যাবে। রাত সোয়া ২টায় মৌসুম শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার। যেখানে কাতালনদের প্রতিপক্ষ আলাভেস। আর রিয়াল মাদ্রিদের মিশন শুরু হবে রোববার রাত সোয়া ২টায়। তাদের প্রতিপক্ষ গেটাফে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট