ফেসবুক দিয়ে মোবাইলে রিচার্জ!

ই-বার্তা ডেস্ক ।। এবার মোবাইল রিচার্জের দুনিয়ায় পা রাখল ফেসবুক। সম্প্রতি ফেসবুক তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে এই সুবিধা নিয়ে আসছে। এর আগে হোয়াটসঅ্যাপ থেকে টাকা পাঠানোর অপশন এসেছিল। এবার ফেসবুক থেকে মোবাইল রিচার্জের সুবিধা নিয়ে আসল।

 

কী করতে হবে এই ফিচার পেতে-

– ফেসবুক অ্যাপটিকে সম্প্রতি ভার্শনে আপডেট করতে হবে।
– ফেসবুক অ্যাপ খুলে সেখানে ডানদিকে মেনু বাটনে গেলে দেখা যাবে Mobile Top Up অপশন রয়েছে।
– সেখানে ঢুকে মোবাইলে রিচার্জের অপশন আসবে।
– সেখানে ফোন নম্বর, টাকার পরিমাণ বা অন্যান্য তথ্য দিতে হবে।
– এবার ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের অপশন আসবে (তবে ভিসা ও মাস্টারকার্ড ছাড়া কোনও কার্ড সাপোর্ট করছে না)।

সম্প্রতি বেশকিছু ফিচার এনে চমক দিয়েছিলো ফেসবুক কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই ‘ফেসবুক মার্কেটপ্লেস’ বলে ফিচার আনে জনপ্রিয় এই সোশ্যাল অ্যাপ। এবার গ্রাহকদের সুবিধার্থে আরও একটি নতুন ফিচার এনে চমক দিল ফেসবুক। তবে এই মোবাইল রিচার্জের সুবিধা ফেসবুক ইউজারদের জন্য কতটা সুবিধা নিয়ে আসে এখন সেটাই দেখার বিষয়।

 

আপাতত ফেসবুকের মাধ্যেমে মোবাইল রিচার্জের সুবিধা, ভারতীয় মোবাইল অপারেটরদের জন্য।

 

 

 

ই-বার্তা/ডেস্ক