ফেসবুক বিশাল জরিমানার মুখে

প্রযুক্তি ডেস্ক ।। যুক্তরাজ্যের তথ্য সুরক্ষাবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও) পরিকল্পনা করেছে  বিশ্বের প্রথম সাড়ির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানার কথা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে তথ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারার অভিযোগে এ জরিমানার মুখে পড়তে হচ্ছে।বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়,এ ধরনের জরিমানার ক্ষেত্রে আর্থিক বিচারে এটাই সর্বোচ্চ।লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার (সিএ) পক্ষ থেকে অনৈতিকভাবে ফেসবুক ব্যবহারকারীদের সংগ্রহ করা তথ্য পূর্বপ্রতিশ্রুতি অনুসারে পুরোপুরি মুছে ফেলার কথা থাকলেও ফেসবুক তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বলে জানান,আইসিওর বরাত দিয়ে বিবিসি ।

 

তথ্য সূত্রে জানাযায়, শুধু ফেসবুক নয়, কেমব্রিজ অ্যানালিটিকার অধুনালুপ্ত মূল প্রতিষ্ঠান স্ট্যাটিজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ ইলেকশনের বিরুদ্ধেও (এসসিএল) অপরাধ করার দায়ে পদক্ষেপ নেবে আইসিও।এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

 

 

ই-বার্তা//