বাজারে আসছে নতুন মডেলের আইফোন!

ভবিষ্যতে স্মার্টফোন আরও বেশি নমনীয় হবে, বিশেষ করে ভাঁজ করা যাবে। এ প্রযুক্তি ইতোমধ্যে তৈরি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এ ধরনের বেশকিছু প্রকল্প ও প্রোটোটাইপ তৈরি করে এগিয়ে আছে। তবে এমন প্রযুক্তির ফিচার যদি আইফোন নিয়ে আসে তাহলে তার আকর্ষণ বেড়ে যাবে বহুগুণে।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে ছাড়তে পারে অ্যাপল। এমনকি অ্যাপল তাদের এশীয় সহযোগীদের সঙ্গে হাত মিলিয়ে এমন আইফোন তৈরির কাজেও নেমে পড়েছে।

মনে করা হচ্ছে, অন্যান্য আইফোনের সঙ্গে এই নতুন মডেলের খুব বেশি পার্থক্য থাকবে না। হয়ত দৈর্ঘ্য ও প্রস্থ একটু বাড়বে।

প্রসঙ্গত, ইতোমধ্যেই আইফোন এক্সের নকশায় বিশাল পরিবর্তন এনেছে অ্যাপল। একেবারে শুরু থেকে থাকা হোম বাটন সরিয়ে দেয়া হয়েছে। এবার অ্যাপেলের নকশায় এই ভাঁজ করা আইফোন আরেকটি যুগান্তকারী পরিবর্তন বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে স্যামসাং জানিয়ে দিয়েছে, ভাঁজ করা গ্যালাক্সি এক্স বাজারে আনছে তারা।

 

ই-বার্তা/এস