বিশ্বের চার কোটিরও বেশি মানুষ আধুনিক দাসত্বের শিকার

ই-বার্তা।।  দ্য গ্লোবাল স্লেভ ইনডেক্সের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য উঠে এসেছে যে, বিশ্বের চার কোটিরও বেশি মানুষ আধুনিক দাসত্বের শিকার। ১৬৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯২-এ।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৫ লাখ ৯২ হাজার এ দাস প্রথার শিকার। তালিকায় সবচেয়ে ওপরে কিম জং উনের উত্তর কোরিয়া। কমিউনিস্ট দেশটির প্রায় ২৬ লাখ মানুষ আধুনিক দাসত্বের শিকার।

 

ভারতে প্রায় ৮০ লাখ মানুষ এ প্রথার শিকার। আর উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখ মানুষ দাসত্বের জীবন চালিয়ে যাচ্ছে। জোরপূর্বক বিয়ে আর শ্রমকে এর জন্য দায়ী করা হয়েছে।