ভারতের হাতে জাকির নায়েককে তুলে দিচ্ছে না মালয়েশিয়া

ই-বার্তা।।  বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। গতকাল রাজধানীর কোয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন  মাহথির।এছাড়াও ড. মাহাথির আরো জানান, জাকির এদেশে আসার পর কোনো সমস্যা তৈরি হয়নি৷ তাকে এদেশে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে৷ 

 

গত কয়েক দিন ধরে জাকির নায়েকের ভারতে আসার খবর ছড়িয়ে পড়ে৷ বুধবার জাকির নিজেও সেসব খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন৷ ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মালয়েশিয়া থেকে জাকির নায়েক জানিয়েছেন- ভারতকে নিরাপদ ও সুরক্ষিত বলে মনে না হওয়া পর্যন্ত দেশে তিনি ফিরবেন না৷ জাকির বলেন, ভারতে আসার খবর মিথ্যা ও ভিত্তিহীন৷ যতক্ষণ না পর্যন্ত আমি অন্যায়-বিচার থেকে নিরাপদ বোধ না করছি, ততক্ষণ ভারতে ফেরার পরিকল্পনা নেই।

 

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাকির নায়েককে দেশে ফেরাতে উদ্যোগী হয় মোদি সরকার৷ জানুয়ারি মাসে দিল্লি ও মালয়েশিয়া সরকারকে জাকিরকে তাদের হাতে তুলে দেয়ার আবেদন জানায়৷ যদিও এই দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে৷২০১৬ সাল থেকেই দেশ ছাড়া জাকির নায়েক৷ ইসলাম ধর্মের প্রচারক জাকিরের বিরুদ্ধে একাধিক প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ এমন বিতর্কিত মন্তব্য করার জন্য ২০১০ সালে ব্রিটেনে প্রবেশাধিকার হারান তিনি৷ গ্রেফতারি এড়াতে ভারত ছেড়ে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় চলে যান৷ সেদেশের সরকার জাকিরকে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দিয়েছে৷

 

 

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া