মনোনয়ন বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছেঃ নির্বাচন কমিশন সচিব

ই-বার্তা ডেস্ক ।।  আজ রোববার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের।আগামী ৯ ডিসেম্বর  যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

 

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, মনোনয়ন বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে।হেলালুদ্দীন আরও জানান, একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও রিটার্নিং অফিসারের বিবেচনা সাপেক্ষে সেই প্রার্থীর সামনে নির্বাচনের সুযোগ আছে।এ ক্ষেত্রে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়ার পর প্রার্থী নির্বাচন কমিশনের কাছে প্রাথমিক পর্যায়ে আপিল করতে পারেন।

 

ইসি সচিব বলেন, প্রার্থী হাইকোর্টে আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনও যদি প্রার্থীর আবেদন বাতিল করে দেয়। হাইকোর্ট যদি তার আবেদন মঞ্জুর করেন তা হলে ওই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক