যান চলাচল বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

ই-বার্তা ডেস্ক ।।  শ্রমিকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাতায়াতকারী সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। ফলে চরম ভোগান্তির পড়েছে সাধারণ যাত্রীরা।

 

শুক্রবার শ্রমিকরা (৩ আগস্ট) সকাল থেকে মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন।তারা জানিয়েছেন নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হচ্ছে না বলে। এতে ঢাকার সঙ্গে কয়েকটি জেলার সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাহীনতার কারণে তারা রাস্তায় অবস্থান নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে বলেন, পরিবহন শ্রমিকরা গাড়ি চালাবেন না। তাই সকাল থেকে তারা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবস্থান করছেন।

 

গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বৃহস্পতিবার ৫ম দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

 

 

ই-বার্তা / ডেস্ক