শাহবাগ অবরুদ্ধ করেছে ঢাবি শিক্ষার্থীরা

ই-বার্তা।।  রাজধানীর কুর্মিটোলায় গত ২৯ জুলাই দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে বিচার ও নিরাপদ সড়কের সাথে নতুন ভাবে যোগ হওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা।

 

শনিবার (০৪ আগস্ট) ওই হামলার প্রতিবাদে আজ রোববার (০৫ আগস্ট) সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজধানীর উত্তরা, ঝিগাতলা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছেন। রামপুরা ব্রিজ এলাকাতেও অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।এদিকে, সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে শতাধিক পুলিশ অবস্থান করছে। সেখানে পুলিশের একটি জলকামান ও দুটি সাঁজোয়া যান দেখা যায়। মিরপুর ১০ নম্বর থেকে ২ নম্বরে যাওয়ার সড়কের মাথায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

 

শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে দু-একটি জায়গায় ঘোরাফেরা করতে দেখা গেছে। মিরপুর কমার্স কলেজ, শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, এগুলোর মূল ফটক বন্ধ। কোনো শিক্ষার্থীকে বাইরে বের হতে দেওয়া হয়নি। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা বেশ কম।