শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি

ই-বার্তা ।। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে এ উপাধি দেন তারা।

কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। এসময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন বলে অভিহিত করেন।

কোটা সংস্কারের গেজেট প্রকাশ ও মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এর আগে বুধবার বিকেলে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাই থাকছে না।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘আমি মনে করি কোটা ব্যবস্থা থাকলে এরকম আন্দোলন বারবার হবে। কাজেই কোটা থাকারই দরকার নাই। কোটা না থাকলে সংস্কারের প্রশ্নও উঠবে না, আন্দোলনও হবে না। আন্দোলনের ঝামেলা মেটানোর জন্য কোটা পদ্ধতিই বাতিল।’

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যায়ল এলাকায় এ আন্দোলন শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের প্রতিবাদ ওঠে। এ আন্দোলনে যোগ দেয় দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।