‘সাকিব’ নন হাথুরুসিংহের চলে যাওয়ায় কারণ

ই-বার্তা।।  একবার বাংলাদেশ ঘুরে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ পদ ছেড়ে দেওয়ার পর। কেন পদত্যাগ করেছেন, সে ব্যাপারে বিসিবির কাছে ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। তাঁর চলে যাওয়ার কারণ নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম থেকেই তার (হাথুরুসিংহে) একটা অসন্তুষ্টি ছিল।

খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার আপত্তি ছিল। এই যে সাকিব (আল হাসান) টেস্ট খেলল না, এটাও সে মেনে নিতে পারেনি। সে একটু অন্য ধরনের, সবাই তো এক মানসিকতার নয়। তার কথা হচ্ছে, কেন ও (সাকিব) খেলবে না? এ রকম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, গুরুত্বপূর্ণ সময়ে কেন দেশের হয়ে খেলবে না?

বাংলাদেশ ক্রিকেট এখন হাথুরুসিংহের কাছে অতীত অধ্যায়। লঙ্কান এ কোচ এখন দিনেশ চান্দিমাল-অ্যাঞ্জেলো ম্যাথুজদের নিয়ে ব্যস্ত। কিন্তু হাথুরুসিংহের সামনে ঘুরে-ফিরে বারবারই আসছে বাংলাদেশ।

হাথুরুসিংহের জবাব, ‘এটা মোটেও সত্য নয়। নাজমুল হাসান একজন বুদ্ধিমান মানুষ। তিনি হয়তো অন্য কোনো উদ্দেশে এ কথা বলেছিলেন। হয়তো সাকিবকে উদ্বুদ্ধ করতেই কথাগুলো বলেছেন। এখন তো সাকিব অধিনায়ক।