আমরা সেবিকা

ডাঃ ফারহানা মোবিন

 

১২ই মে , বিশ্ব সেবক সেবিকা দিবস ।

সেবা এক পরম গুণ । এই গুণ কে আরো বেশী কার্যকর করার জন্য প্রয়োজন , সততা পরিশ্রম আর ধৈর্য্য । অসুস্থ মানুষ কে সুস্থ করে তোলার জন্য দরকার অটুট অধ্যবসায়, মনোবল আর মানুষ কে ভালোবাসার মতো মন মানসিকতা ।

 

চিকিৎসকেরা চিকিৎসা পত্র লেখে দেন । কিন্তু সেই ওষুধ গুলো সঠিক সময়ে খাওয়ানোর দায়িত্ব একজন সেবক বা সেবিকার । International Nurses Day উপলক্ষে বাংলাদেশের ঢাকার Square Hospital এর গাইনী বিভাগের ( আট তলার গাইনী বিভাগের সেবিকাদের মূল নেতৃত্ব দানকারী ও floor in charge )

মারিয়া গোমেজ বলেন,

” একজন সেবক বা সেবিকা তখনই হয়ে ওঠে মহান , যখন তার সেবার সাথে যুক্ত হয় সততা আর ভালোবাসা । রোগী কে ঘৃণা করলে কখনওই সেই মানুষ টা ভালো সেবক হতে পারবে না । রোগী কে আপন মনে করে সেবা করতে হবে”, 

তিনি আরও বলেন,

”সেই সাথে লেখাপড়াও করতে হবে। অপারেশন এর পরে রোগীর পরিচর্যা , ওষুধ খুবই সচেতনতার সাথে খেয়াল করতে হয় । নিয়মিত ওষুধের নাম , ডোজ , ইনসুলিন দেওয়ার নিয়ম থেকে শুরু করে সবকিছু তে আধুনিক হতে হবে । একজন সেবক এর কাজে সততা , মেধা থাকলে সেই সেবক সব হসপিটালে কাজ করতে পারবে, আরো খেয়াল রাখতে হবে , একেক বিভাগের কাজ এর ধরণ একেক রকম ”।

 

যেমন : মেডিসিন বিভাগের কাজ আর গাইনী বিভাগের কাজ এক নয় । বিভাগ , কাজের ধরন , রোগীর ওষুধ ও মন মানসিকতা বুঝে কাজ করলে , একজন সেবক সফল হবে ।

 

আজকাল অনেক হসপিটালে চিকিৎসক আর সেবকদের গন্ডগোল হয় । পরিণামে ভোগান্তি হয় রোগীদের । যা কখনই কাম্য নয় । সারা দেশে বৃদ্ধি হোক আরো অনেক অনেক ভালো মানের সেবক ।

 

বিশ্ব সেবক সেবিকা দিবস উপলক্ষে , পৃথিবীর সকল সেবক সেবিকাকে হাজারো সালাম ।

 

 

 

ই-বার্তা/ডাঃ ফারহানা মোবিন