স্থগিত দুই কেন্দ্রে ‘ঝুলে’ আছে সিলেটের ভাগ্য

ই-বার্তা।।  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি।  ওই দুই কেন্দ্রে পুনরায় নির্বাচন হওয়ার পর চূড়ান্ত ফল ঘোষণা হবে।দু’টি কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়াতেই ফল বিড়ম্বনা দেখা দিয়েছে।  ওই ‍দুই কেন্দ্র নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী চিন্তিত নন। তবে পরাজয়ের চিন্তায় আছেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। শুধু মেয়র প্রার্থীরা নয় এ দু’টি কেন্দ্রের ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছেন সিলেটের সর্বস্তরের মানুষ।

 

সিলেট গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ দু’টি কেন্দ্রের ভোট যথাক্রমে ২২২১ ও ২৫৬৬। সবমিলিয়ে ভোটের সংখ্যা ৪৭৮৭।সিলেট আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, ‘ব্যালট ছিনতাই ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬নং কেন্দ্র) ও ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র) ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ দু’টি কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে সার্বিক বিষয় তুলে ধরে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত আসার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।’

 

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে আইন সংশোধিত ৩৭ (২) এর উপবিধিতে বলা আছে, বিধি (১) এর অধীনে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হলে রিটার্নিং অফিসার অবিলম্বে এ বিষয়ে কমিশনকে অবহিত করবেন এবং কমিশন নতুনভাবে ভোটের নির্দেশ দেবেন।কতদিনের মধ্যে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত আসবে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে কবে সিদ্ধান্ত আসবে তা আমার বলার এখতিয়ার নেই। তবে ধারণা করছি ৩/৪দিনের মধ্যে সিদ্ধান্ত একটা আসবে।’