২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে ভারত!

ই-বার্তা।। প্রথমবারের মতো ২০২২ সালে মহাশূন্যে মানুষ পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নয়া দিল্লির লালকেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি বলেন, ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে ২০২২ সালে। ওই বছরই একজন ভারতীয় জাতীয় পতাকা হাতে মহাকাশে পৌঁছবেন।

 

মোদির ঘোষণার পর গোটা পরিকল্পনা নিয়ে আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যানকে শিবন। তিনি বলেন, গত এক দশক ধরেই মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে ইসরো। মোদির ঘোষণা বাস্তবায়িত হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর মহাশূন্যে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত। আগামী বছর ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে এটিই মোদির শেষ স্বাধীনতা দিবসের ভাষণ।

 

ভাষণে মোদি আরও জানিয়েছেন, সরকার আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভারতের দরিদ্র নাগরিকদের জন্য চিকিৎসা বীমা স্কিম চালু করতে যাচ্ছে। ভারতের দরিদ্রদের ভালো মানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার এটিই সঠিক সময়। আয়ুষ্মান ভারত নামে এ কর্মসূচিটি ভারতের ৫০ কোটি দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনবে এবং তা সরকারি তহবিলে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য কর্মসূচি হবে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট