২০ আগস্ট পবিত্র হজ

ই-বার্তা।।  সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০শে আগস্ট পবিত্র হজ পালনের পর ২১শে আগস্ট মহান আল্লাহর উদ্দেশ্যে কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

শনিবার( ১১ আগস্ট) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। সৌদি ছাড়াও ওইদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন করা হবে। ঈদকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সৌদিসহ আশপাশের দেশগুলোতে।

 

এছাড়া সৌদিতে হজের আনুষ্ঠানিকতাও শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৫ হাজারের বেশি মুসল্লি পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। ২৫শে আগস্ট থেকে শুরু হজের ফিরতি ফ্লাইট।