কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকের জামিন নাকচ : আদালত

ই- বার্তা।। আজ রোববার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে তার জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচার জামিন নাকচ করেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

আটকের পর গত ৩ জুলাই কোটা সংস্কারের এই তিন নেতাকে গ্রেফতার দেখায় পুলিশ ।জামিনের জন্য আবেদন করেছিলেন ফারুকের আইনজীবী তা নাকচ করে দেন আদালত। আগে শনিবার দুই দিনের রিমান্ড শেষে ফারুকসহ আরও দুই আসামিকে আদালতে হাজির করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। এসময় তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। ওইদিন জামিন আবেদন করেন আসামি পক্ষের আইজীবী। শুনানি শেষে পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান ও জসিম উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

 

ফারুকের আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়। গত ৮ এপ্রিল গভীর রাতে কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীরা ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালান। ওই ঘটনায় শাহবাগ থানায় ( উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট