গ্যাস সংকটে ধসের মুখে সিরামিক শিল্প


ই-বার্তা প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৭, রবিবার  | বিকাল ০৩:১৩ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন দেশের সম্ভাবনাময় সিরামিক শিল্পের রপ্তানি দিন দিন বাড়লেও। কমে যাচ্ছে পণ্যের গুণগত মান। অন্যদিকে এই খাতের বেশির ভাগ কাঁচামাল আমদানি করতে হয় বলে বাড়ছে খরচ।

বাংলাদেশ সিরামিক পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বিসিএমইএ বলছে, এই শিল্পের উন্নয়নে দ্রুত ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

দেশে বছরে সিরামিক পণ্যের চাহিদা প্রায় তিন হাজার কোটি টাকার। এর ষাট শতাংশই পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দেশে সিরামিক পণ্য উৎপাদন করছে ৬২টি প্রতিষ্ঠান। রপ্তানি হচ্ছে ভারত, সৌদি আরব, মিশর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে।

ব্যবসায়ীরা বলছেন, এই মুহূর্তে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে সিরামিকের উৎপাদন। এতে নষ্ট হচ্ছে আমদানি করা কাঁচামাল। কমছে পণ্যের মান।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ