পাকিস্তানে হামলার তথ্য প্রকাশ করবে না ভারত

ই-বার্তা ডেস্ক।।  নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারত। সেখানে ৩০০ জঙ্গি নিহত হয়েছে দাবি করে দিল্লি জানিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে ভারতীয় বিমান বাহিনী। 

তবে বিমান বাহিনীর পরিচালিত এয়ার স্ট্রাইকের সঙ্গে সম্পর্কিত কোনো ছবি এখনও প্রকাশ করেনি ভারত সরকার।  আর তা নিয়ে বিরোধী দলের  চাপের মুখে ভারতীয় প্রধানমন্ত্রী। 

এ ব্যাপারে রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী অরুন জেটলি বলেছেন, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে যে বিমান হামলা চালানো হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য নয়াদিল্লি প্রকাশ করবে না।  

অরুন জেটলি বলেন, ‘সামরিক বাহিনী এবং আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পরিস্থিতি সামাল দেওয়ার মতো পূর্ণ ক্ষমতা অবশ্যই আছে।  যদি কেউ জনসম্মুখে অভিযানের বিস্তারিত প্রকাশের দাবি করেন, তাহলে নিশ্চিত তিনি প্রক্রিয়াটি বুঝতে পারেননি।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু