ব্যালন ডি অর নয়, বিশ্বকাপে নজর নেইমারের
ই-বার্তা ডেস্ক।। ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি অর। প্রত্যেক খেলোয়াড়ের কাছে এটা একটা বড় অর্জন। অনেক সাধনার ফসল। বর্ষসেরার স্বীকৃতি হিসেবে এটি পেয়ে থাকেন একজন ফুটবলার। তবে ব্যালন ডি অর কে পাত্তা না দিয়ে নেইমারের নজর বিশ্বকাপের দিকে।
ইনজুরিতে পড়ে এখন পূনর্বাসনে আছেন নেইমার। গেল ২৩ জানুয়ারি ফ্রেঞ্চ কাপের ম্যাচে পায়ের চোটে পড়ে আড়াই মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। সম্প্রতি ব্রাজিলের এক টিভি অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও লক্ষ্যের কথা জানিয়ে ব্রাজিলিয়ান এই সুপারস্টার বলেন, আমি মনে করি না, সাংবাদিকদের ভোটে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দরকার আছে। সব ভালো খেলোয়াড় ব্যালন ডি অর জেতেননি। এটি না পেলে ইতিহাস থেকে আমার সমস্ত রেকর্ড এবং নাম মুছে যাবে না।
নেইমার বলেন, ব্যালন ডি অর ফুটবলে বড় পুরস্কার। প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়রই এটি পাওয়ার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে সাধনা করেন। কিন্তু আমার কাছে মনে হয়, এর চেয়েও বড় পুরস্কার বিশ্বকাপ। এটি আমি জিততে চাই।
বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফি’তে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকে প্যারিস ছাড়ার গুঞ্জন। ফের কাতালানদের ডেরায় ভেড়ার গুঞ্চন উঠলেও শেষ পর্যন্ত সে আশায় গুড়ে বালি। তবে স্পেনে ফেরার ইচ্ছা এখনও আছে। অদূর ভবিষ্যতে সাবেক ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন বলেও শোনা যাচ্ছে।
২৭ বছর বয়সী ফুটবলার বলেন, রিয়াল বিশ্বের অন্যতম সেরা ক্লাব। যেকোনো খেলোয়াড় দলটির হয়ে খেলার আকর্ষণ বোধ করেন। এখন আমি প্যারিসে খুব ভালো আছি। তবে ভবিষ্যতে কী ঘটবে তা কেউ বলতে পারেন না। আমিও না।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু