অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ নাসিম
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন যে, রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
সভায় তিনি বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি ও দোয়া করি সবাই ভালোভাবে ভবন থেকে বের হয়ে আসতে পারবেন। তবে কীভাবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।
গণতন্ত্রী পার্টির সভাপতি ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম