অনেক নয়-ছয়ের পরে ভারতেই বিশ্বকাপ
ই-বার্তা ডেস্ক।। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আইসিসিকে কোনো কর দেয়নি ভারত। সেই সমস্যার কারণে ভারত থেকে চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্বকাপ ক্রিকেট সরিয়ে নেওয়ার একটা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই শংকা উড়ে গিয়ে ভারতেই হচ্ছে বিশ্বকাপ।
আগামী ২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ভারতেই হবে বলে জনিয়ে দিয়েছে আইসিসি। আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন বিষয়টি এরই মধ্যে জানিয়েও দিয়েছে।
এ ব্যাপারে রিচার্ডসন বলেন, ‘কর দেওয়ার ব্যাপারটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। আইসিসির যে পরিমাণ রেভিনিউ আদায় হয়, তার পুরোটা ক্রিকেটের কাজেই ব্যবহার করা হয়। ওয়েস্ট ইন্ডিজের মতো আর্থিকভাবে কমজোরি দেশগুলো যারা সেভাবে আয় করতে পারে না, তাদের সাহায্য করা হয়। তার মানে এটা কখনই নয় যে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে। আমি নিশ্চিত, আমরা করের বকেয়া অর্থ পেয়ে যাব সময়েই। আর আমাদের হাতে তো এখনো সময় রয়েছে।’
ই-বার্তা/ মাহারুশ হাসান