অবশেষে ‘এক দো তিন’ নিয়ে মুখ খুললেন মাধুরী
ই-বার্তা।। বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দিক্ষীতের সুপারহিট ‘এক দো তিন’ গানটির রিমেক নিয়ে বেশ বিতর্ক হয়েছে।‘বাগী ২’ সিনেমার জন্য এই গানে নাচতে দেখা গিয়েছে বলিউডের নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজকে।গানটি মুক্তি পাওয়ার পর যখন বিতর্ক দানা বেঁধেছিল তখন মাধুরী কোনও টু শব্দ করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।
জ্যাকলিন তাঁর খুবই পছন্দের অভিনেত্রী জানিয়ে মাধুরী বলেন, আমার জ্যাকলিনকে খুব ভালো লাগে। ও মিষ্টি একটা মেয়ে।ওর নাচও খুব ভালো লাগে।
‘তেজাব’ সিনেমার গানের রিমেক নিয়ে বিতর্ক সম্পর্কে মাধুরী বলেছেন, আসলে অনেকেরই মূল গানটির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে।তাই কোনও কোনও ব্যক্তি রিমেক দেখতে চান না।এ জন্য নির্মাতাদের দায়ী করা যায় না।মাধুরী বলেছেন, জ্যাকলিন যেভাবে নেচেছে, তা তাঁর ভালোই লেগেছে।
উল্লেখ্য, গানটির রিমেক নিয়ে বেজায় অসন্তুষ্ট ছিলেন তেজাব সিনেমার পরিচালক এন চন্দ্রা।আসল গানটির কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান।রিমেক গানের কোরিওগ্রাফার গণেশ আচার্য ও আহমেদ খান।এই গানের রিমেক নিয়ে সরোজ খানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।