অবশেষে ছিনতাইয়ের কবল থেকে আটকে পড়া বিমানের যাত্রা
ই- বার্তা ডেস্ক।। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে আটকে পড়া সেই বাংলাদেশ বিমান দুবাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে।
আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে ১৪৭ জন যাত্রী নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ছেড়ে যায়।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র থেকে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ে উদ্দেশে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে ৮৬ জন ছিলেন দুবাইগামী যাত্রী। বাকিরা অভ্যন্তরীণ যাত্রী, যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। বিমানটির যাত্রী বহনের ক্ষমতা ১৬২ জন।
প্রসঙ্গত, গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারী পলাশ। পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম