অভিনেতা হওয়ার প্রতি কোনো আগ্রহই ছিল না : সালমান

ই-বার্তা।।  সালমান খান নাম শুনলেই কতো ছবির কথা মনে পরে যায় বলিউডের এই অন্যতম সফল অভিনেতার। সম্প্রতি তিনি ফোর্বস ম্যাগাজিনের জরিপে ভারতের শীর্ষ একশ তারকার মধ্যে সবার উপরে রয়েছে তার নাম।

অথচ শুরুতে ‘বলিউডের ভাইজান’খ্যাত এ অভিনেতার অভিনয়ের প্রতি কোনো আগ্রহই ছিল না। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সালমান।

সালমান বলেন, ‘আমি মনে করি শাহরুখ খান যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন অভিনয়ের ব্যাপারে খুবই মনোযোগী ছিল। আমি চিত্রনাট্যকার-পরিচালক হতে চেয়েছিলাম, তাই অভিনয়ের ব্যাপারে আমার কোনো আগ্রহ ছিল না, তবে অল্প স্বল্প মডেলিং করতাম। অভিনয়ের বিষয়ে বলতে গেলে, যদি কারো কাছে প্রস্তাব আসে তবেই তার অভিনয় করা উচিৎ।

তিনি আরো বলেন, “আমার মনে আছে, যখন আমি পরিচালক হিসেবে কাজ করার জন্য যেতাম সবাই বলত, তোমার অভিনেতা হওয়া উচিৎ।এরপর আমি ছয় মাস এ বিষয়ে ভেবেছি। তারপর অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ১৮ বছর বয়সি পরিচালককে সিনেমার জন্য কে ৫০ লাখ টাকা দিতে চাইবে?”

সালমান খান অভিনীত টাইগার জিন্দা হ্যায় ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। এতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। পাঁচ বছর পর জুটি বেঁধেছেন তারা।