অভিনেত্রীর পাশেই একের পর এক জামা খুললেন এই অভিনেতা
ই-বার্তা।। শিরোনাম পড়ে নিশ্চয়ই ভাবছেন কাস্টিং কাউচের শিকার হলেন রাজকুমার রাও। না! স্বেচ্ছায় স্ট্রিপ করলেন রাজকুমার৷ আর আদেশ করলেন অভিনেত্রী নেহা ধুপিয়া৷
নেহা ধুপিয়ার সেলেব্রিটি চ্যাট শো ‘বিএফএফস উইথ ভগ’ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর বারবারই শিরোনামে উঠে আসছে৷
এবারে দেখা গেল স্ট্রিপ করছেন রাজকুমার৷ পাশে রাধিকা আপ্তে বসে কিন্তু অভিনেতার মুখে বিন্দুমাত্র অস্বস্তি নেই৷ নির্দ্বিধায় একের পর এক জামা খুলতে শুরু করলেন অভিনেতা৷ কিন্তু প্রশ্ন হল কেনই বা হঠাৎ স্ট্রিপ করার আদেশ পেলেন তিনি৷
আসল ব্যাপার হল শোয়ের একটি সেগমেন্টের জন্য এমন কাজ করলেন রাজুমার৷ সেগমেন্টের নাম “স্ট্রিপ ইট অর স্ট্র্যাপ ইট”৷ নাম শুনেই খানিকটা আন্দাজ করাই যাচ্ছে৷ কিছুটা ট্রুথ অর ডেয়ার গেমের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু৷
.@RajkummarRao & @radhika_apte are ready for the games!#BFFsWithVogue, tonight at 8 on @colors_infinity.
Presented by @JeepIndia | Powered by @MotorolaIndia | Beauty partner @MyNykaa pic.twitter.com/REuGF74Vn0— Colors Infinity (@colors_infinity) March 17, 2018
সবকিছুর উত্তর জানতে হলে এপিসোডটা দেখতে হবে৷ এই এপিসোডে কিন্তু বেশ কয়েকটি রেভেলেশেন হয়েছে দুজনের তরফ থেকে৷ রাধিকা আপ্তে এক সাউথের অভিনেতাকে দুর্ব্যবহারের জন্য চড় মারার কথা বলেছেন। কোন পরিচালকের অবসর নেওয়া উচিৎ, দ্বিধা না করে সেকথাও বলেছেন রাধিকা৷ তাঁর সঙ্গে রাজকুমারের স্ট্রিপিং৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শক৷