অভিষেকের অপেক্ষায় আফিফ
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়ে দিয়েছেন, শেষ ম্যাচে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। এই উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান পাকিস্তান সফরে যাচ্ছেন না। ওদিকে এই ম্যাচটাকে বিসিবি পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে দেখছে। পাকিস্তান সফরে যারা যাবে, তারাই এ ম্যাচে খেলবে।
আর এই ম্যাচেই মুশফিকুর রহিমের জায়গায় অভিষেক হয়ে যাওয়ার কথা আফিফ হোসেন ধ্রুবর। এই অলরাউন্ডার ইতিমধ্যে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, কিন্তু ওয়ানডে এই প্রথম খেলবেন তিনি।
আফিফের জন্য আরো একটা খবর হলো, এই ম্যাচে অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত। শান্ত এই ম্যাচ না খেললে আফিফের খেলাটা আরো নিশ্চিত হয়ে যায়। কিন্তু শান্ত না খেললে তার বদলি কে হবেন, সে নিয়ে নানা রকম মত আছে।
মনে করা হচ্ছে, সে ক্ষেত্রে বেশি ঝুঁকি না নিয়ে মুশফিককে একাদশে রেখে দেওয়া হতে পারে। আবার আরেকটা মত হলো, শান্ত না থাকলে ৩ নম্বরে আরেক তরুণ নাঈম শেখের অভিষেক হয়ে যেতে পারে।