অসুস্থ রিজভীকে দেখতে বিএনপি কার্যালয়ে গেলেন মির্জা ফখরুল
ই-বার্তা ডেস্ক।। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ দলের জ্যেষ্ঠ যুগ্ম মাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা ১১টার দিকে কার্যালয়ের তৃতীয় তলায় শয্যাশায়ী রিজভীর কক্ষে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, হাসান জাফির তুহিন।
গত তিন ধরে অসুস্থ রিজভীকে স্যালাইন দেওয়া হচ্ছে। দলের চিকিৎসকরা তার চিকিৎসা দিচ্ছেন। কমিটি ভেঙে দেওয়া নিয়ে ছাত্রদলের বিক্ষুব্ধ অংশের নেতাকর্মীরা মঙ্গলবার বিএনপি কার্যালয়ে দিনভর বিক্ষোভ করলে তার মধ্যে খারাপ সময় কাটে রিজভীর। তারপরও দলীয় কার্যালয় ছেড়ে তিনি হাসপাতালে যাননি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রুহুল কবির রিজভী।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু