আইএস প্রধান বাগদাদি নিহত, দাবি মার্কিন সেনাবাহিনীর
ই-বার্তা ডেস্ক।। আফগানিস্তানের সক্রিয় উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি এক অভিযানে নিহত হয়েছেন। এমনই দাবি করছে মার্কিন সেনাবাহিনী।
ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়। তবে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, অভিযানের সময় বাগদাদি একটি আত্মঘাতি ভেস্ট বিস্ফোরণ ঘটায়। এছাড়া মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আইএস নেতা আবু বকর আল বাগদাদির অবস্থান জানাতে সিআইএ সহযোগিতা করে।
বাগদাদি মারা যাওয়ার খবর প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিউজউইক নামে এক ম্যাগাজিন।গত কয়েক বছরেও আগেও তার মৃত্যুর খবরের গুঞ্জন উঠে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু