আইফোন নিয়ে আসছে ডুয়াল সিম সাপোর্টেড ফোন

ই-বার্তা ডেস্ক ।।  তথ্যপ্রযুক্তিবিষয়ক পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল চলতি বছরে তিনটি নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে দুটি মডেলে প্রথমবারের মতো ডুয়াল সিম সাপোর্ট করবে।

 

নতুন মডেলের ফোন তিনটি হচ্ছে ৫.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লেযুক্ত আইফোন, ৬.১ ইঞ্চি ওএলইডিযুক্ত আইফোন ও ৬.৫ ইঞ্চি ওএলইডি যুক্ত আইফোন।

 

এ তিনটি ফোনের মধ্যে ৬.১ ও ৬.৫ ইঞ্চি ডিসপ্লেযুক্ত হ্যান্ডসেটে প্রথমবারের মতো ডুয়াল সিম সাপোর্ট ও স্ট্যান্ডবাই থাকবে। তবে ৫.৮ ওএলইডি ডিসপ্লেযুক্ত আইফোনে সেই চিরচেনা সিঙ্গেল সিমই থাকবে।

 

সিঙ্গেল সিম সাপোর্টেড হ্যান্ডসেটের পাশাপাশি ডুয়াল সিম সাপোর্টেড হ্যান্ডসেট দুটি বাজারে বেশ চাহিদা সৃষ্টি করবে বলে ধারণা করছে অ্যাপল। তবে নতুন তিনটি ফোনের দাম কত হবে, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

 

 

 

ই-বার্তা/ডেস্ক