আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে কাদেরকে
ই-বার্তা ডেস্ক।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারির পর আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে কাদেরকে।
গতকাল মঙ্গলবার সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। তার রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ২ মার্চ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। পরে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্বাভাবিক হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। ওইদিন রাতেই মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু