আগামীকাল বন্ধ থাকবে মার্কিন দূতাবাস
ই- বার্তা ডেস্ক।। আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ থাকবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পশাপাশি দূতাবাসের কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে।
আজ বুধবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এজন্য ৮৮০-২-৫৫৬৬২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম