আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর কমিটি ঘোষণা
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটি আগামী ১৬ নভেম্বর ঘোষণা করা হবে।
ওইদিন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন গুরুত্বপূর্ণ দুই ইউনিটে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সম্মেলন উদ্বোধনের পর একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব করা হবে। এরপর প্রার্থীদের আধাঘন্টা সময় দেয়া হবে একাধিক প্রার্থী এক হওয়ার জন্য।
‘আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর-এর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সেজন্য আমরা চাচ্ছি আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।’ বলেন ওবায়দুল কাদের।
সে পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।