আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট
ই-বার্তা ডেস্ক ।। রাজধানী ঢাকার গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৩০ মার্চ) ভোর ৬ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট।
প্রথমে ১১ টি ইউনিট কাজ শুরু করে এরপর আরও ১টি ইউনিট সেখানে যোগ দেয়। সাকাল ৭টা ৪০ মিনেটের সময় সেখানে পৌঁছেছে নতুন আরও ২টি ইউনিট। এরপর একে একে আরও ইউনিট সেখানে যোগ দেয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের সাথে একাত্মতা প্রকাশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সাধারণ মানুষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া