আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা স্বাগত জানাবেন।
পরে শেখ হাসিনা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের যথাযথ দিক-নির্দেশনা প্রদান করবেন।
এর আগে ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে এবং ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু